ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঢামেকে আহতদের খোঁজখবর নিলেন ১৪ দলের নেতারা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৪
ঢামেকে আহতদের খোঁজখবর নিলেন ১৪ দলের নেতারা

ঢাকা: সহিংসতায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রোগীদের খোঁজখবর নিলেন ১৪ নেতারা। এ সময় তারা হাসপাতালে ভর্তি থাকা পুরাতন ভবনের নিচতলায় একটি ওয়ার্ডে চিকিৎসাধীন থাকা বেশ কয়েকজন রোগীর খোঁজখবর নিয়েছেন ও তাদের সঙ্গে কথা বলেছেন।

শনিবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে ১৪ দলের নেতাকর্মীরা হাসপাতালে জরুরি বিভাগ দিয়ে প্রবেশ করে ১০১ নম্বর ওয়ার্ডে ভর্তি থাকা আহত রোগীদের সঙ্গে কথা বলেন ও তাদের খোঁজখবর নেন।

হাসপাতাল থেকে বের হয়ে ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু সাংবাদিকদের বলেন, কোটা সংস্কার আন্দোলনে দল মত নির্বিশেষে আহত ও নিহতদের পরিবারকে সহযোগিতা করবে সরকার।

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৪
এজেডএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।