ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তুচ্ছ ঘটনায় রাজমিস্ত্রীর ওপর হামলার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৪
তুচ্ছ ঘটনায় রাজমিস্ত্রীর ওপর হামলার অভিযোগ

লালমনিরহাট: লালমনিরহাটে তুচ্ছ ঘটনায় সামছুল ইসলাম (৩২) নামে এক রাজমিস্ত্রীর ওপর হামলার অভিযোগ উঠেছে হোটেল শ্রমিক নাজমুলের বিরুদ্ধে।

এ ঘটনায় রোববার (২৮ জুলাই) দুপুরে আহত রাজমিস্ত্রীর ছোট ভাই ছেয়াদুল ইসলাম বাদী হয়ে আদিতমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এর আগে শনিবার রাতে ভাদাই ইউনিয়নের সজিব বাজার এলাকায় চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

আহত রাজমিস্ত্রী সামছুল আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের বারঘড়িয়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে। অভিযুক্ত হোটেল শ্রমিক নাজমুল একই উপজেলার ভাদাই ইউনিয়নের সজিব বাজার এলাকার কাশেম আলীর ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, শনিবার রাতে কাজ শেষ করে সজিব বাজার এলাকার মাইদুল ইসলামের হোটেলে কয়েকজন সহকর্মীসহ চা খেতে যান রাজমিস্ত্রী সামছুল ইসলাম। এ সময় হোটেল শ্রমিক নাজমুলকে তিনটি চা দিতে বলেন তিনি। পরে নাজমুল একটি চা নিয়ে আসলে বাকী চা কখন দিবে এমন প্রশ্ন করলে ক্ষিপ্ত হন নাজমুল। পরে কাঁচের গ্লাস বেসিনে ভেঙে সামছুলের চোখে কয়েক বার আঘাত করেন। দোকানের অন্যান্যরা এগিয়ে এলে হোটেল শ্রমিক পালিয়ে যান। পরে স্থানীয়রা আহত অবস্থায় সামছুলকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

প্রত্যক্ষদর্শী রোমান মিয়া বলেন, বাকী দুইটা চা কখন দিবেন? এমন প্রশ্ন করতেই রেগে গিয়ে গ্লাস ভেঙে অতর্কিতভাবে সামছুলের চোখে আঘাত করে পালিয়ে যান নাজমুল। এটা দেখে হোটেলের লোকজন সবাই হতভম্ব হয়ে যায়। শুনেছি নাজমুল নেশাগ্রস্ত।

আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সানাউল হাসান বলেন, ভাগ্যক্রমে চোখটা বেঁচে গেছে। তবে বাম চোখের চার দিকেই কাঁচের টুকরো ঢুকেছিল। পরে অপসরণ করা হয়েছে।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, অভিযোগ পেয়েছি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।