ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান ফ্রান্সের

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৪
সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান ফ্রান্সের

ঢাকা: কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে সব পক্ষকে সংযম থাকার আহ্বান জানিয়েছে ফ্রান্স। একইসঙ্গে দেশটির নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দেশটি।

রোববার (২৮ জুলাই) ঢাকার ফ্রান্স দূতাবাস এক বিবৃতিতে এ আহ্বান জানায়।

ফ্রান্সের বিবৃতিতে উল্লেখ করা হয়, বাংলাদেশে সাম্প্রতিক ছাত্র বিক্ষোভের পরিপ্রেক্ষিতে ফ্রান্স ধরনের সহিংসতা এড়িয়ে সবাইকে শান্ত থাকা, সংযম অবলম্বন এবং সংলাপের আহ্বান জানিয়েছে। একইসঙ্গে ফরাসি নাগরিক এবং যারা বাংলাদেশ ভ্রমণ করতে আগ্রহী, তাদের সতর্কতার জন্য পরামর্শ দিয়েছে দূতাবাস।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৪
টিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।