ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

এখনো সিদ্ধান্ত হয়নি কবে শুরু হবে ট্রেন চলাচল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৭ ঘণ্টা, জুলাই ২৯, ২০২৪
এখনো সিদ্ধান্ত হয়নি কবে শুরু হবে ট্রেন চলাচল ফাইল ছবি

ঢাকা: দেশের চলমান পরিস্থিতিতে কবে থেকে ট্রেন চলাচল করবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) সরদার সাহাদাত।  

তিনি বলেন, ট্রেন চলাচলের সিদ্ধান্ত হলে জানানো হবে।

রোববার (২৮ জুলাই) সকালে এ তথ্য জানান ডিজি সরদার সাহাদাত।

এর আগে, সরকারিতে চাকরিতে কোটা পদ্ধতি সংস্কার দাবি আন্দোলন ঘিরে সহিংস তাণ্ডবের কারণে সারা দেশে যাত্রীবাহী ট্রেন বন্ধ হয়ে যায়। স্বল্প দূরত্বে যেসব ট্রেন চলার কথা ছিল, সেগুলোও বাতিল করা হয়েছে।

ডিজি সরদার সাহাদাত বলেন, ট্রেন চলাচলের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ট্রেন চালানো কোনো বিষয় না, বিষয়টি হচ্ছে নিরাপত্তা। সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে মন্ত্রী, সচিব এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে কবে থেকে ট্রেন চলবে সেই সিদ্ধান্ত নেওয়া হবে।

গত ১৮ জুলাই রাজধানীর নাখালপাড়া রেলগেট এলাকায় কোটাবিরোধী আন্দোলন ঘিরে বিএনপি, জামায়াত-শিবির রেল লাইনের ওপর আগুন জ্বালিয়ে বিক্ষোভ করলে জননিরাপত্তার স্বার্থে ট্রেন চলাচল বন্ধ রাখে বাংলাদেশ রেলওয়ে।

বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, জুলাই ২৯, ২০২৪
এনবি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।