ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খুলনায় বুধবার কারফিউ শিথিল থাকবে ১৬ ঘণ্টা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪১ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৪
খুলনায় বুধবার কারফিউ শিথিল থাকবে ১৬ ঘণ্টা

খুলনা: আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় খুলনা জেলায় বুধবার (৩১ জুলাই) সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৬ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে।

মঙ্গলবার (৩০ জুলাই) রাতে খুলনা জেলা প্রশাসক (ডিসি) খন্দকার ইয়াসির আরেফীন  এ তথ্য জানান।

 

খুলনা মহানগরে ও জেলায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
 
কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকাসহ সারা দেশে সংঘর্ষ ছড়িয়ে পড়লে ১৯ জুলাই দিনগত রাতে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন ও কারফিউ জারি করে সরকার। প্রথম দিকে দিনে দুই–তিন ঘণ্টা করে কারফিউ শিথিল করা হলেও পরে ধীরে ধীরে তা বাড়ানো হয়।

বাংলাদেশ সময়: ২২৩৮ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৪
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।