ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ই-কমার্স উদ্যোক্তা-ফ্রিল্যান্সারদের প্রণোদনা দিতে পলকের চিঠি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৪
ই-কমার্স উদ্যোক্তা-ফ্রিল্যান্সারদের প্রণোদনা দিতে পলকের চিঠি

ঢাকা: কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার সময় ইন্টারনেট ও ফেসবুক বন্ধ থাকায় ক্ষতির মুখে পড়া ই-কমার্স উদ্যোক্তা ও ফ্রিল্যান্সারদের প্রণোদনা দিতে বাণিজ্য প্রতিমন্ত্রীকে চিঠি দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বুধবার (৩১ জুলাই) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

পলক বলেন, সকালে আমি বাণিজ্যমন্ত্রীর কাছে একটি অনুরোধপত্র পাঠিয়েছি, যাতে ই-কমার্স, ফ্রিল্যান্সরদের বিশেষ প্রণোদনা দেওয়ার ব্যবস্থা করে। আমরা বেসিস, ই-কমার্স উদ্যোক্তা, ফিল্যান্সারদের সাথে বসব। তাদের পরামর্শ ও প্রস্তাব আলোচনা করে আমরা পদক্ষেপ নেব।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৪
এমআইএইচ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।