ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির সমর্থনে যশোরে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৪
‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির সমর্থনে যশোরে বিক্ষোভ

যশোর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ ফর জাস্টিস’ এর প্রতি সংহতি প্রকাশ করে যশোরে আইনজীবী, বিএনপি নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ কর্মসূচি পালন করেছে।  

বুধবার (৩১ জুলাই) সকালে আদালত চত্বর থেকে শুরু হয়ে যশোর প্রেসক্লাবের সামনে সমাবেশ হয়।

এ সময় বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা আইনজীবী সমিতির নেতা অ্যাডভোকেট আব্দুল গফুরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অপরদিকে, একই কর্মসূচি বাস্তবায়নে দুপুর ১২টা থেকে শিক্ষার্থীরা শহরের মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি সড়কে জড়ো হতে থাকে।

এরপর আন্দোলনকারীরা স্লোগান দিতে দিতে পুলিশ সুপারের কার্যালয়ের দিকে অগ্রসর হতে থাকে। দুপুর সাড়ে ১২টায় এসপি অফিস মোড়ে মিছিলকারীদের ব্যারিকেড দেয় পুলিশ। এ সময় উত্তেজনা বাড়লে পুলিশ আন্দোলনকারীদের মৃদু লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। পরে শিক্ষার্থীরা মিছিল নিয়ে ধর্মতলা মোড়ে গিয়ে যশোর-ঝিনাইদহ সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। কিছুক্ষণ পর পুলিশ গিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। তবে এসব ঘটনায় কেউ আটক বা আহত হবার খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৪
ইউজি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।