ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় কর্মসূচিতে পুলিশের বাধা, ১১ ইবি শিক্ষার্থীসহ আটক ১৪

ইবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৪
কুষ্টিয়ায় কর্মসূচিতে পুলিশের বাধা, ১১ ইবি শিক্ষার্থীসহ আটক ১৪

ইবি: সারাদেশে ছাত্র-জনতার ওপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা, গুম ও খুনের প্রতিবাদে বুধবার কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বঘোষিত কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ।  

বুধবার (৩১ জুলাই) দুপুর আড়াইটায় কুষ্টিয়া কোর্ট চত্বরে শিক্ষার্থীরা জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়।

এসময় শহরের বিভিন্ন জায়গা থেকে সন্দেহভাজন ১৪ জন শিক্ষার্থীকে আটক করে পুলিশ।  

আটকদের মধ্যে ১১ জন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। অন্য তিনজন কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক চৌধুরী।  

তিনি বলেন, জনশৃঙ্খলা ব্যাহত করছিল এমন কয়েকজন সন্দেহভাজনকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছি। যদি তারা জড়িত থাকে তাহলে তাদের আটক করা হবে, অন্যথায় ছেড়ে দেওয়া হবে। এখনও তাদের যাচাই-বাছাই করা হয়নি।  

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।