ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

কোটা সংস্কার পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের ব্রিফিং আজ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, আগস্ট ১, ২০২৪
কোটা সংস্কার পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের ব্রিফিং আজ

ঢাকা: কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং করবে সরকার। আজ বৃহস্পতিবার (১ আগস্ট) বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিদেশি কূটনীতিকদের সামনে বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরতে চায় সরকার। সেই লক্ষেই এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার আয়োজিত এই ব্রিফিংয়ে কূটনীতিকদের সামনে চলমান পরিস্থিতি তুলে ধরবেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এর আগে ২১ জুলাই কোটা সংস্কার ঘিরে পরিস্থিতি তুলে ধরতে কূটনৈতিকদের ব্রিফিং করেন পররাষ্ট্র মন্ত্রী হাছান মাহমুদ।

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা,আগস্ট ১,২০২৪
টিআর/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।