ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

স্বামীর ছুরিকাঘাতে বাকপ্রতিবন্ধী স্ত্রী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, আগস্ট ২, ২০২৪
স্বামীর ছুরিকাঘাতে বাকপ্রতিবন্ধী স্ত্রী নিহত

ঢাকা: রাজধানীর উত্তরখানে সংসারে অভাব অনটনের কারণে ঝগড়ার একপর্যায়ে বাকপ্রতিবন্ধী স্ত্রী লিমাকে (২৫) ছুরিকাঘাতে হত্যা করেছেন তার বাকপ্রতিবন্ধী স্বামী ইমতিয়াজ উদ্দিন সরকার ইমন। এ ঘটনায় হত্যা মামলার পর স্বামী ইমনকে গ্রেপ্তার করে আজকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

শুক্রবার (২ আগস্ট) উত্তরখান থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ইমন-লিমা দম্পতি উভয়ই বাকপ্রতিবন্ধী। তারা উত্তরখান পুরান পাড়া এলাকায় থাকতেন।
ঘটনার পর তাদের আত্মীয়-স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায় ইমনের চাকরি চলে যায় বেশ কয়েক মাস আগে। এরপর থেকেই তাদের অভাব অনটনের সংসার। প্রায় সময় ঝগড়া লেগেই থাকতো।  

বৃহস্পতিবার (১ আগস্ট) দিবাগত রাতে ঝগড়ার এক পর্যায়ে ইমন তার স্ত্রীকে হত্যা করেন। রাতেই সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লিমার মরদেহ উদ্ধার করে। ঘটনার পরেই বাক প্রতিবন্ধী স্বামী ইমনকে গ্রেপ্তার করা হয়। পরে আজকে তাকে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, আগস্ট ২, ২০২৪
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।