ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে কোটা আন্দোলনকারীদের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, আগস্ট ২, ২০২৪
সিরাজগঞ্জে কোটা আন্দোলনকারীদের বিক্ষোভ

সিরাজগঞ্জ: কোটা আন্দোলনকে ঘিরে সারাদেশে শিক্ষার্থীদের ওপর হামলা, গুলি, হত্যার বিচারসহ ৯ দফা দাবিতে সিরাজগঞ্জ জেলা শহরে বিক্ষোভ মিছিল করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।  

শুক্রবার (২ আগস্ট) দুপুর ২টার দিকে শহরের কেন্দ্রীয় জামে মসজিদে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা।

 

আড়াইটার দিকে বিক্ষোভ মিছিলটি এস এস রোড হয়ে বাজার স্টেশন এলাকায় এসে শেষ হয়। মিছিল শেষে নিউ ঢাকা রোডের একটি লেন বন্ধ করে দিয়ে বসে পড়েন আন্দোলনকারীরা।  

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্ররা তাদের দাবিগুলো তুলে ধরে বক্তব্য রাখেন।  

এ সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, আগস্ট ০২, ২০২৪
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।