ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

সড়ক অবরোধ করে রাবিপ্রবি শিক্ষার্থীদের প্রতিবাদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, আগস্ট ৩, ২০২৪
সড়ক অবরোধ করে রাবিপ্রবি শিক্ষার্থীদের প্রতিবাদ

রাঙামাটি: চলমান ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয়ে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশ করেছেন।  

শনিবার (৩ আগস্ট) সকালে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন।

 

এরপর শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনে রাঙামাটি-কাপ্তাই সংযোগ সড়ক অবরোধ ক্যাম্পাসের মূল ফটকে প্রতিবাদ সমাবেশে করেন। এতে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, রাবিপ্রবি ম্যানেজম্যান্ট পঞ্চম ব্যাচের শিক্ষার্থী আব্দুল সাত্তার এবং ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী গিয়াস উদ্দীন।  

প্রতিবাদ সমাবেশ থেকে শিক্ষার্থীরা দেশে চলমান ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয়ে বলেন, দেশে যেভাবে গণকাণ্ড ও গণগ্রেপ্তার পরিচালিত হচ্ছে তা অভিলম্বে বন্ধ করতে হবে এবং খুনীদের আইনের আওতায় আনতে হবে। আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্তি দিতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে সরকারের কাছে জোর দাবি জানান তারা।  

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।