ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কোটা আন্দোলনে গ্রেপ্তার

আরও ৬৮ এইচএসসি পরীক্ষার্থী, ৩৬ সাধারণ ছাত্রের জামিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪১ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৪
আরও ৬৮ এইচএসসি পরীক্ষার্থী, ৩৬ সাধারণ ছাত্রের জামিন

ঢাকা: কোটা আন্দোলনের সহিংসতা ও নাশকতার ঘটনায় দ্বিতীয় দফায় আরও জামিন পেয়েছেন গ্রেপ্তার ১০৪ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ৬৮ জন এইচএসসি পরীক্ষার্থী এবং ৩৬ জন সাধারণ ছাত্র।

শনিবার (৩ আগস্ট) রাতে আইন মন্ত্রণালয় থেকে এতথ্য জানানো হয়েছে।

আইন মন্ত্রণালয় জানায়, ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রাম বিভাগে আটজন, সিলেট বিভাগে ছয়জন, রাজশাহী বিভাগে ১৫ জন, খুলনা বিভাগে চারজন, রংপুর বিভাগে ১২ জন, ময়মনসিংহ বিভাগে চারজনসহ মোট ৬৮ জন পরীক্ষার্থী জামিন পেয়েছে। তবে বরিশাল বিভাগে কোনো পরীক্ষার্থী আটক নেই। এছাড়া ঢাকা বিভাগ থেকে ৩৬ জন সাধারণ ছাত্র জামিন পেয়েছেন।

এর আগে ২ আগস্ট দেশের বিভিন্ন আদালত থেকে ৭৮ এইচএসসি পরীক্ষার্থীর জামিন পান বলে জানায় আইন মন্ত্রণালয়।

বাংলাদেশ সময়:০৭৪১ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৪
এমআইএইচ/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।