ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

জঙ্গি হামলা হচ্ছে, জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: বার্তা সরকারের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৪
জঙ্গি হামলা হচ্ছে, জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: বার্তা সরকারের

ঢাকা: কোটা সংস্কার আন্দোলন ঘিরে অসহযোগ আন্দোলনের প্রথম দিন দেশব্যাপী সহিংসতায় জঙ্গি হামলা হচ্ছে জানিয়ে সরকার বলছে, হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (৪ আগস্ট) মোবাইলে এসএমএস দিয়ে সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

সন্ধ্যায় গভট ইনফো (Govt info) থেকে পাঠানো এসএমএসে বলা হয়, ছাত্র-ছাত্রী ও অভিভাবক সকলকে নিরাপদে ঘরে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

সরকারি প্রেস বিজ্ঞপ্তির উদ্ধৃত করে এতে আরও বলা হয়, বিভিন্ন জায়গায় জঙ্গি হামলা হচ্ছে। জঙ্গি হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৪
এমআইএইচ/এমজে

 
 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।