ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খুলনায় বিএনপির কার্যালয় ও বকুলের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২১ ঘণ্টা, আগস্ট ৫, ২০২৪
খুলনায় বিএনপির কার্যালয় ও বকুলের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

খুলনা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘অসহযোগ আন্দোলন’কে ঘিরে খুলনায় ব্যাপক ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।  

সব শেষ খুলনা মহানগরীর  খালিশপুরে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

 

রোববার (৪ আগস্ট) সন্ধ্যায় এ হামলা করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা এমন দাবি বিএনপি নেতাদের।  

তারা আরো অভিযোগ করেন, সন্ধ্যার পর নগরীর খালিশপুর থানা ও ১৫নং ওয়ার্ড বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা।

কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের খুলনার বাড়ি ভাঙচুর,আগুন ও ব্যাপক লুটপাট করছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এ ঘটনার তীব্র নিন্দা জানাই।

বিএনপির মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন অভিযোগ করেন, আওয়ামী লীগ নেতাকর্মীরা খুলনা থেকে বিতাড়িত হয়ে খালিশপুরে বিএনপি নেতাকর্মীদের বাড়ি-ঘর ও অফিসে তাণ্ডব চালাচ্ছে। যদিও আওয়ামী লীগ নেতারা ভাঙচুরের বিষয়টি অস্বীকার করেছে।  

বাংলাদেশ সময়: ০৮১৫ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২৪
এমআরএম/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।