ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শিবালয়ে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৪
শিবালয়ে নিহত ১

মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে নৌ-পুলিশের সংঘর্ষে রফিকুল ইসলাম চঞ্চল (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

সোমবার (৫ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম চঞ্চল উপজেলার রুপসা গ্রামের রহিজ উদ্দিনের ছেলে। তিনি মহাদেবপুর ইউনিয়ন সরকারি কলেজের শিক্ষার্থী।

জানা যায়, সোমবার দুপুরে পাটুরিয়া ঘাটে আন্দোলনকারীদের সঙ্গে নৌ-পুলিশের সংঘর্ষ হয়। এসময় গুলিবিদ্ধ হন চারজন। তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক রফিকুল ইসলাম চঞ্চলকে মৃত ঘোষণা করেন।  

এদিকে শিক্ষার্থী নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে পাটুরিয়া ঘাটের পুলিশ বক্স, বিআইডব্লিউটিসির কাউন্টার, নৌ-পুলিশ ফাঁড়ি, শিবালয় থানাসহ আওয়ামী লীগের বেশ কিছু অফিস ভাঙচুর করা হয় ও কিছু স্থানে আগুন ধরিয়ে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।