ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় ট্রাফিক পুলিশের ভূমিকায় শিক্ষার্থীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, আগস্ট ৭, ২০২৪
সাতক্ষীরায় ট্রাফিক পুলিশের ভূমিকায় শিক্ষার্থীরা

সাতক্ষীরা: সাতক্ষীরায় ট্রাফিক পুলিশের ভূমিকায় রাস্তায় নেমেছেন শিক্ষার্থীরা। এতে যান চলাচলে অনেকটাই গতি ফিরেছে।

 

বুধবার (৭ আগস্ট) শহরের খুলনা রোড মোড়, পাকাপোল মোড়, জজকোর্ট, সদর হাসপাতালের মোড়, এসপি বাংলোর মোড়, বড় বাজার সড়কসহ কয়েকটি জনগুরুত্বপূর্ণ সড়কে যানজট নিরসনে কাজ করতে দেখা যায় শিক্ষার্থীদের। এছাড়াও পরিষ্কার-পরিচ্ছন্নতায় অংশ নিয়েছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, শহরে ট্রাফিক পুলিশ দায়িত্বে না থাকায় যানজট সৃষ্টি হচ্ছিল। এ কারণে তারা যানজট নিরসনে কাজ করছেন। একই সঙ্গে শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনা সরিয়ে নিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।