ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অবৈধভাবে ভারতে যাওয়ার পথে সাতক্ষীরা সীমান্তে যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৪
অবৈধভাবে ভারতে যাওয়ার পথে সাতক্ষীরা সীমান্তে যুবক আটক

সাতক্ষীরা: সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে অজয় মণ্ডল (২২) নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে বিজিবি।

শনিবার (১২ অক্টোবর) সাতক্ষীরা সদর উপেজলার কালিয়ানী সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক অজয় জেলার আশাশুনি থানার তালবাড়িয়া গ্রামের বিজন মণ্ডলের ছেলে।

রোববার (১৩ অক্টোবর) দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক জানান, এক যুবক কালিয়ানী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। গোপন সূত্রে এ খবর পেয়ে কালিয়ানি বিওপির একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে আটক যুবককে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়।  

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।