ঢাকা, শুক্রবার, ৩০ কার্তিক ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শ্যামনগর থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৬ ঘণ্টা, আগস্ট ৯, ২০২৪
শ্যামনগর থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (০৮ আগস্ট) উপজেলার চন্ডিপুর গ্রামের একজন কৃষক শ্যামনগর থানার পেছনের জমি চাষ করতে গিয়ে একটি পুকুরের পাড়ে কিছু অস্ত্র দেখতে পান।

পরে তিনি একজন সাংবাদিকের মাধ্যমে তা প্রশাসনকে জানান।

পরে ডিজিএফআই ও ডিএসবির সদস্যরা সেখান থেকে অস্ত্রগুলো উদ্ধার করেন।

উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে- দুটি শর্টগান, চারটি রাইফেল, পাঁচটি ম্যাগজিন ও ৫১ রাউন্ড গুলি।

অন্যদিকে শ্যামনগর প্রেসক্লাবের সামনে একটা মোটরসাইকেল, দুটি পোড়া মোটরসাইকেল ও শ্যামনগর থানার একটি ফ্রিজ ফিরিয়ে দিয়ে গেছেন কয়েকজন ব্যক্তি।

ডিজিএফআই প্রতিনিধি সার্জেন্ট আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশত্যাগ করার পর সাতক্ষীরার শ্যামনগর থানায় অগ্নিসংযোগ করে অস্ত্র লুট করে নেয় দুর্বৃত্তরা।  

বাংলাদেশ সময়: ০৮৫৪ ঘণ্টা, আগস্ট ৯, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।