ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গুলিবিদ্ধ হয়ে ইউপি চেয়ারম্যান নিহত, আহত অর্ধশতাধিক

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, আগস্ট ৯, ২০২৪
গুলিবিদ্ধ হয়ে ইউপি চেয়ারম্যান নিহত, আহত অর্ধশতাধিক নিহত চেয়ারম্যান চেয়ারম্যান সিরাজুল ইসলাম ছানা

মৌলভীবাজার: গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন মৌলভীবাজারের রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম ছানা (৫০)।  

মধুর বাজারে দুইপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এই চেয়ারম্যান মারা যান।

এঘটনায় অর্ধশতাধিক জন আহত হয়েছেন।

শুক্রবার (৯ আগস্ট) সকাল ১১টায় সংঘর্ষ শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে। পরে খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি শান্ত করেন। নিহত চেয়ারম্যান ছানা পাঁচগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য।

জানা যায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের মধুর বাজারের মহেশ দাসের দোকান লুট করা হয়। এ নিয়ে বাজারে উত্তেজনা ছিল।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে মধুর বাজারে লুটকারীদের সাথে স্থানীয় আওয়ামী লীগ নেতা দেওয়ান মিয়ার ভাই ছুনু মিয়ার কথা কাটাকাটি হয়। বিষয়টি নিয়ে উভয় পক্ষের গ্রামের লোকজন জানলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রক্তা গ্রামের বিএনপি নেতা পিন্টু সুলতানের নেতৃত্বে ও কেওলা গ্রামের আওয়ামী লীগ নেতা দেওয়ান মিয়ার নেতৃত্বে মধুর বাজারে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষ আগ্নেয়াস্ত্রের গুলি ছুঁড়ে। এসময় উভয় পক্ষে শতাধিক লোকজন গুলিবিদ্ধ ও ইটপাটকেলে আহত হন। গুরুতর আহত অবস্থায় পাচগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ছানাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ইউপি চেয়ারম্যানের চাচাতো ভাই কেওলা গ্রামের দেওয়ান মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পিন্টু সুলতানের পক্ষের লোক মো. সিরাজুল ইসলাম ছানাকে গুলি করে হত্যা করেছে।  

এদিকে, সংঘর্ষের ওই ঘটনায় মৌলভীবাজার সদর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আহত ৫৭ জন চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আহমেদ ফয়সল জামান।  

তিনি বলেন, এদের মধ্যে মোট ৭ জন বর্তমানে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। তাদের শরীরে গুলি ও আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানিয়েছেন তিনি।  

রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুপ্রভাত চাকমা বলেন, চেয়ারম্যানের মৃত্যুর খবর পেয়েছি। পরিস্থিতি শান্ত রাখতে ঘটনাস্থলে সেনাবাহিনী মোতায়েন রয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, আগস্ট ৯, ২০২৪       
বিবিবি/এসএএইচ        

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।