নীলফামারী: রেলওয়ে নিরাপত্তা বাহিনীকে বেসামরিক শৃঙ্খলা বাহিনী হিসেবে মর্যাদা দেওয়াসহ ১২ দফা দাবিতে নীলফামারীর সৈয়দপুরে কর্মবিরতি শুরু করেছেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সাধারণ সদস্যরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মস্থলে ফিরবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা।
শনিবার (১০ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে সৈয়দপুর রেলওয়ে কারখানার ভেতরে সিভিল পোশাকে জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশে এ ঘোষণা দেন তারা।
এসময় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ‘বাহিনী না কর্মচারী, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চেইন অব কমান্ড সিভিল অফিসারের হাতে কেন, কর্তৃপক্ষের জবাব চাই’ সহ নানা স্লোগান দিতে থাকেন। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মো. আরিফ, মো. সুমন, মো. ওসমান প্রমুখ।
বক্তারা বলেন, এখানে আমরা যারা আছি তারা সবাই রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য। আমাদের আজকের মূল দাবি হচ্ছে, বর্তমান ড. মোহাম্মদ ইউনূসের সরকার বাংলাদেশকে ঢেলে সাজাবেন। আমরা চাই, বাংলাদেশ নিরাপত্তা বাহিনীরও সংস্কার হোক। সংবিধান অনুযায়ী রেলওয়ে নিরাপত্তা বাহিনীকে বেসামরিক শৃঙ্খলা বাহিনী হিসেবে মর্যাদা দেওয়া। রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সিভিল কর্মচারী হিসেবে বিবেচনা বন্ধ করা, অন্যান্য বাহিনীর মতো রেশন ও ঝুঁকি ভাতা প্রদান, শূন্য পদের বিপরীতে জনবল নিয়োগ, ভোলাগঞ্জ সার্কেলসহ অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থান থেকে বাহিনীর সদস্যগণকে প্রত্যাহার, ৮ ঘণ্টার বেশি দায়িত্ব পালন করালে অতিরিক্ত কর্ম ঘণ্টার জন্য দ্বিগুণ হারে ভাতা প্রদানসহ ১২ দাবি জানানো হয়।
বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৪
এসএম