ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চাঁদাবাজি করলে সেনাপ্রধানকে বলেছি পা ভেঙে দিতে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৪
চাঁদাবাজি করলে সেনাপ্রধানকে বলেছি পা ভেঙে দিতে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা: চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।

রোববার (১১ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এমন হুঁশিয়ারি দেন।

 দায়িত্ব নেওয়ার পর আজ (রোববার) সচিবালয়ে প্রথম অফিস করেন তিনি।  

এম সাখাওয়াত হোসেন বলেন, একটি রাজনৈতিক দলের অবস্থা আজকে দেখুন। এত বড় একটি দল, ঐতিহ্যবাহী একটি দল, যার নামের সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা জড়িত, এখন তাদের সদস্যদের পালিয়ে বেড়াতে হচ্ছে। তাদের জায়গায় এসে আপনি যদি মনে করেন, এলাম, দখল করব, বাজার দখল করব, ঘাট দখল করব, চাঁদাবাজি করব... সেনাপ্রধানকে বলেছি আপনাদের পা ভেঙে দিতে।

চাঁদাবাজি না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি শুনেছি কারওয়ান বাজারে গিয়ে চাঁদাবাজি করেন, কিছুক্ষণ আগে শুনেছি একটি ব্যাংক দখল নেওয়ার জন্য মারামারি হচ্ছে। আমার কানে এলে ভালো হবে না। আমি পাবলিকও না, পলিটিশিয়ানও না, আমার ব্যাকগ্রাউন্ড, আমি ফৌজি। আমি যা বলব, তাই করব, একদিন থাকি আর তিনদিন থাকি।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৪
আরকেআর/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।