ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ওপর ন্যূনতম ৫ শতাংশ প্রণোদনার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৪
প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ওপর ন্যূনতম ৫ শতাংশ প্রণোদনার দাবি

ঢাকা: প্রবাসীদের প্রবাস থেকে ভোট দেয়ার সুযোগ তৈরি করে দেয়া, প্রবাস থেকে পাঠানো রেমিট্যান্সের উপর ন্যূনতম ৫ শতাংশ প্রণোদনা দেয়াসহ ১১ দফা দাবি জানিয়েছে প্রবাসী ও তাদের পরিবাররা।

মঙ্গলবার (১৩ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে 'নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন' ব্যানারে আয়োজিত এক মানববন্ধন থেকে এসব দাবি জাননো হয়।

মানববন্ধনে নিজেদের দাবি তুলে ধরা হয় ফাউন্ডেশনের পক্ষ থেকে। প্রবাসী ও তাদের পরিবারদের অন্যান্য দাবিগুলো হলো— 

১) বিমানবন্দরগুলোতে প্রবাসীদের জন্য বিশেষ মর্যাদা ও আলাদা লাউঞ্জের ব্যবস্থা করা; 

২) পাঠানো রেমিট্যান্সের উপর ন্যূনতম ৫ শতাংশ প্রণোদনা নিশ্চিত করতে হবে; 

৩) এয়ারপোর্টে প্রবাসীদের সম্মান করা, সব ধরনের হয়রানি বন্ধ করা, লাগেজ কেটে মালামাল চুরি না করা, লাগেজের সুরক্ষা নিশ্চিত করা; 

৪) বৈধ অথবা অবৈধ প্রবাসীর মৃত্যু হলে লাশ দ্রুততার সঙ্গে সরকারি খরচে বাংলাদেশে আনার ব্যবস্থা করা ও লাশ পরিবারের কাছে হস্তান্তর করার সঙ্গে সঙ্গেই ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের নির্ধারিত অর্থ নগদ/ব্যাংকে জমা করা; 

৫) বৈষম্য বিরোধী আন্দোলনকে সমর্থন জানিয়ে মিছিল করায়, সংযুক্ত আরব আমিরাতে যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে ৫৭ জন সাজা পাওয়া প্রবাসীকে সাধারণ ক্ষমার আওতায় আনার জন্য বাংলাদেশ হাইকমিশনসহ দূতাবাসকে দ্রুততার সঙ্গে ব্যবস্থা গ্রহণ করতে হবে;

৬) এছাড়া বিভিন্ন দেশে অবৈধ বাংলাদেশি প্রবাসীদের বৈধতা করণ করার জন্য বাংলাদেশি দূতাবাসকে অগ্রণী ভূমিকা পালন করা; 

৭) সকল দূতাবাসগুলোকে সম্পূর্ণ রাজনীতিক মুক্ত রাখা, প্রবাসী সেবা ইচ্ছে করে বিলম্ব না করা ও দূতাবাসে ঘুষ দিয়ে বা স্বজনপ্রীতি করলে যথাযথ আইনি ব্যবস্থা নিশ্চিত করা; 

৮) বেশিরভাগ বিদেশগামীকে যে কাজ বা কথা দিয়ে পাঠানো হয়, তা পরবর্তীতে মিলে না। এটা বন্ধ করতে হবে; 

৯)বিদেশ যাওয়ার আগেই কাজ ও বেতনের পরিমাণ নিশ্চিতভাবে জানানোর ব্যবস্থা করা; 

১০) বিদেশে পাঠানোর আগে ঐ কাজের উপর কমপক্ষে ৩-৬ মাসের ট্রেনিং দিয়ে দক্ষ করে পাঠানো;

১১) প্রবাসীদের প্রবাস থেকে ভোট দেয়ার সুযোগ তৈরি করতে হবে।


বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা,আগস্ট ১৩,২০২৪
ইএসএস/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।