ঢাকা, সোমবার, ১৪ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

কুলাউড়ায় দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২:৩৪ এএম, মার্চ ৩, ২০২৫
কুলাউড়ায় দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত প্রতীকী ছবি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তে চোরাকারবারিদের দ্বন্দ্ব নিয়ে সালিশে দুপক্ষের সংঘর্ষে জাবেল মিয়া (২৫) নামে এক যুবক নিহত ও উভয়পক্ষের তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

 

রোববার (২ মার্চ) দুপুরের দিকে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আফসার এতথ্য নিশ্চিত করেন।

এর আগে শনিবার (১ মার্চ) সন্ধ্যায় শরীফপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে।  

এ ঘটনায় নিহতের বাবা রহমত উল্যা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।  

নিহত জাবেল একই উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রামের বাসিন্দা রহমত উল্লাহর ছেলে।  

আহতরা হলেন- শামীম মিয়া, আক্তার মিয়া ও সিপন মিয়া।

আটকরা হলেন- আতিক মিয়া, আসাইদ মিয়া, আক্কাস আলী ও সুমন মিয়া।  

ওসি মো. গোলাম আফসার জানান, চোরাকারবারিদের দুপক্ষের দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সুরতহাল প্রতিবেদন তৈরির সময় নিহত জাবেলের মাথার পেছনে ধারালো অস্ত্রের আঘাত দেখা গেছে।

স্থানীয় ও কুলাউড়া থানার পুলিশ সূত্রে জানা যায়, নিশ্চিন্তপুর এলাকায় ভারত থেকে চোরাই মালামাল পরিবহন করা নিয়ে সম্প্রতি স্থানীয় বাসিন্দা জাবের মিয়ার লোকজনের সঙ্গে শামীম মিয়ার লোকজনের বিরোধ হয়। এ সময় জাবেরের লোকজন শামীমের পক্ষের শ্রমিক জাবেল মিয়াকে চড়-থাপ্পড় মারেন। বিরোধ মিটমাট করতে শনিবার বিকেলে দুপক্ষ নিশ্চিন্তপুরের একটি বাড়িতে সালিশে বসেন। এ সময় কথা-কাটাকাটির এক পর্যায়ে দুপক্ষের লোকজন ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় প্রতিপক্ষের আঘাতে ঘটনাস্থলে জাবেল নিহত এবং উভয়পক্ষের তিনজন আহত হন। আশঙ্কাজনক অবস্থায় আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।  

খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ওই রাতেই অভিযান চালিয়ে চারজনকে আটক করে পুলিশ।  

জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে কুলাউড়া থানায় মামলা দায়ের করেছেন।  

বাংলাদেশ সময়: ০২৩০ ঘণ্টা, মার্চ ০৩, ২০২৫
বিবিবি/এসআরএস

বাংলাদেশ সময়: ২:৩৪ এএম, মার্চ ৩, ২০২৫ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।