ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরা সীমান্তে ৮ রাউন্ড গুলিসহ পিস্তল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৪
সাতক্ষীরা সীমান্তে ৮ রাউন্ড গুলিসহ পিস্তল জব্দ

সাতক্ষীরা: সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারত থেকে পাচার করে আনার সময় একটি দেশীয় পিস্তল ও আট রাউন্ড গুলি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৩ আগস্ট) রাতে বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হকের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে সোমবার রাতে সদর উপজেলার কুশখালী ইউনিয়নের শ্মশান পোস্ট নামক এলাকা থেকে পিস্তল ও গুলি জব্দ করে বিজিবি।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে কুশখালী বিওপির একটি দল শ্মশান পোস্ট নামক স্থানে অবস্থান নেয়। একপর্যায়ে বিজিবির উপস্থিতি টের পেয়ে অস্ত্র চোরাকারবারিরা রাতের অন্ধকারে ঘন বন দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে ওই এলাকায় তল্লাশি করে একটি দেশীয় পিস্তল ও আট রাউন্ড গুলি জব্দ করে বিজিবি।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৪
আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।