ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে মা ও দুই ছেলেকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৩ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৪
পঞ্চগড়ে মা ও দুই ছেলেকে কুপিয়ে হত্যা

পঞ্চগড়: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় মা ও দুই ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।  বুধবার (১৪ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার বলরামপুর ইউনিয়নের দলুয়া দিঘি এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- ওই এলাকার কাপড় ব্যবসায়ী সেলিম উদ্দীনের স্ত্রী তাসলিমা আক্তার (৩৫) ও তার দুই ছেলে সৈকত (১২) ও সায়হাম (৯)।  

স্থানীয়রা এবং পারিবারিক সূত্রে জানা যায়, রাতে সেলিম পার্শ্ববর্তী বোদা বাজারে অবস্থিত তার কাপড়ের দোকান বন্ধ করে রাত ১১টার দিকে নিজ বাড়িতে আসেন। এসময় বাড়ির মূল দরজা খোলাসহ ড্রয়িং রুমের দরজা খোলা দেখে দ্রুত এগিয়ে যান। এসময় ড্রয়িং রুমের মেঝেতে স্ত্রী ও দুই সন্তানের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার করতে থাকেন। পরে প্রতিবেশীরা ছুটে এসে মরদেহ দেখে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে ছুটে আসে।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিঞা বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ঘটনা তদন্তে সিআইডি ও ক্রাইমসিনের প্রতিনিধি দল কাজ করছে। তাদের দেওয়া তথ্য মতে তদন্ত চালানো হবে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

এদিকে ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একইসঙ্গে স্থানীয়দের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান তারা।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।