ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

প্রাথমিক শিক্ষায় ফ্রান্সের সহযোগিতার আশ্বাস

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৪
প্রাথমিক শিক্ষায় ফ্রান্সের সহযোগিতার আশ্বাস

ঢাকা: বাংলাদেশে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকল্পে সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করে প্রাথমিক শিক্ষার উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই।

সোমবার (১৯ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার এর সঙ্গে সচিবালয়ে তার অফিস কক্ষে ফ্রান্সের রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎকালে এ সহযোগিতার আশ্বাস দেন।

রাষ্ট্রদূত বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকল্পে গৃহীত সামগ্রিক কর্মকাণ্ডের ক্ষেত্রে ফ্রান্স সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন বলে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়। সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয়াদি নিয়ে আলোচনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৪
এমআইএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।