ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কেসিসির প্রশাসকের দায়িত্বে বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৪
কেসিসির প্রশাসকের দায়িত্বে বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ

খুলনা: খুলনার বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ খুলনা সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলামের কাছ থেকে সোমবার (১৯ অক্টোবর) বিকেলে নগর ভবনে তিনি এ দায়িত্ব নেন।

এর আগে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯ এর অধিকতর সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশের ভিত্তিতে স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ এবং আরেক প্রজ্ঞাপনের মাধ্যমে বিভাগীয় কমিশনারদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।  

দায়িত্বভার নেওয়ার সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. হুসাইন শওকত, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মো. মনজুর আলম, কেসিসির সচিব (অতিরিক্ত দায়িত্ব) সানজিদা বেগম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) মো. আব্দুল আজিজ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো. আনিসুর রহমান, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার, রাজস্ব কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামান, নির্বাহী প্রকৌশলী শেখ মো. মাসুদ করিম, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান খান, স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, চিফ অ্যাসেসর শেখ হাফিজুর রহমান, বাজার সুপার এম এ মাজেদ, লাইসেন্স অফিসার (যানবাহন) খান হাবিবুর রহমান, আইটি ম্যানেজার মো. হাসান হাসিবুল হক প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৪
এমআরএম/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।