ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মৌমিতা হত্যার প্রতিবাদে ববিতে সাংস্কৃতিক সন্ধ্যা

 স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০২ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৪
মৌমিতা হত্যার প্রতিবাদে ববিতে সাংস্কৃতিক সন্ধ্যা

বরিশাল: পশ্চিমবঙ্গের আরজি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক মৌমিতা দেবনাথকে ধর্ষণের পর হত্যার ঘটনায় সমগ্র ভারতের পাশাপাশি বাংলাদেশেও বিচারের জোড় দাবি ওঠে। এরই বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)এর শিক্ষার্থীরা সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

সোমবার (১৯ আগস্ট) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-১ এর গ্রাউন্ড ফ্লোরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

এসময় শিক্ষার্থীদের হাতে ‘Stop violence to woman’, ‘সহিংসতা কে না বলি’, ‘তনু থেকে মৌমিতা বরিশাল থেকে কলকাতা’ ‘Stop Rape’সহ নানা স্লোগান সম্বলিত প্লাকার্ড দেখা যায়।

শিক্ষার্থীরা জানান, আমরা চাই পৃথিবীর সব রাষ্ট্র নারীদের জন্য নিরাপদ হোক। আমরা আমাদের বোনের হত্যার বিচারের দাবি নিয়ে এখানে এসেছি।

এ সময় উপস্থিত ছিলেন ববির শিক্ষক, সাধারণ শিক্ষার্থী, বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বায়করা

বাংলাদেশ সময়: ০১০২ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৪
এমএস/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।