ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

শেখ হেলাল ও তন্ময়ের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট: | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩১ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৪
শেখ হেলাল ও তন্ময়ের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, স্ত্রী রূপা চৌধুরী, ছেলে সাবেক এমপি শেখ তন্ময় ও তাদের পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছে আর্থিক গোয়েন্দা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

সোমবার (১৯ আগস্ট) বিএফআইইউ দেশের সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এসংক্রান্ত নির্দেশনা দেয়া হয়।

সংস্থাটির একটি কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছে।

চিঠিতে শেখ হেলাল উদ্দিন, ছেলে তন্ময় ও ছোট মেয়ে শেখ ফজিলা শারমীনের নাম এবং জাতীয় পরিচয়পত্র উল্লেখ করা হয়েছে।

বিএফআইইউ-এর নির্দেশনায় বলা হয়েছে, স্থগিত করা একাউন্টের সংশ্লিষ্ট তথ্য বা হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী ইত্যাদি চিঠি দেওয়ার তারিখ থেকে পাঁচ কার্যদিবসের মধ্যে দিতে হবে।

বাংলাদেশ সময়:  ০৮৩০ ঘণ্টা,আগস্ট ১৯,২০২৪
জেডএ/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।