ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে কক্সবাজারে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৪
ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে কক্সবাজারে মানববন্ধন

কক্সবাজার: ঢাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ কমপ্লেক্সে হামলার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন কক্সবাজারে কর্মরত সাংবাদিকেরা।

মঙ্গলবার (২০ আগস্ট) বিকেলে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় বক্তারা ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ কমপ্লেক্সে হামলায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।

কর্মসূচিতে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসির প্রতিষ্ঠান দৈনিক কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি তোফায়েল আহমদ, বাংলাদেশ প্রতিদিনের কক্সবাজার প্রতিনিধি আয়ুবুল ইসলাম, বাংলানিউজটোয়েন্টিফোর.কমের স্টাফ করেসপন্ডেন্ট সুনীল বড়ুয়া, ডেইলি সানের প্রতিনিধি নেছার আহমেদ অংশ নেন।

এছাড়া এনটিভির স্টাফ রিপোর্টার ইকরাম চৌধুরী টিপু, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি মাইন উদ্দিন হাসান শাহেদ, নিউ নেশান পত্রিকার মো. জুনায়েদ, ৭১ টেলিভিশনের প্রতিনিধি কামরুল ইসলাম মিন্টু, এখন টিভির প্রতিনিধি মনতোষ বেদজ্ঞ, গাজী টিভির জেলা প্রতিনিধি ওমর ফারুক হিরো, চ্যানেল ২৪ এর প্রতিনিধি আজিম নিহাদ, এসএ টিভির জেলা প্রতিনিধি আহসান সুমন, আজকের দেশবিদেশ পত্রিকার চিফ রিপোর্টার মাহবুবুর রহমান, আনন্দ টিভির জেলা প্রতিনিধি এস্তে ফারুক, নাগরিক টিভির জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, চ্যানেল এসের প্রতিনিধি আজাদ, বাংলাদেশ প্রতিদিনের কুতুবদিয়া প্রতিনিধি মিজানুর রহমান, টিটিএন এর আব্দুর রশিদ মানিক, কোহেলিয়া টিভির প্রতিনিধি বোরহান উদ্দিন রব্বানী, আফজারা রিয়া, সিসিএনের আজিমা ইমা, পেনোয়া নিউজের উম্মে হাবিবা সিরু, সাংবাদিক আয়াছুল সিফাত, রাহুল মহাজন, আয়াছ রনি, মো. হোছাইন, লোকমান হাকিম, এসএম রুবেল, আলমগীর হোসাইন, ফরহাদ, বিজয় ধরসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন কর্মসূচিতে।

সোমবার দুপুরে ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলা ও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা।  

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৪
এসবি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।