খাগড়াছড়ি: নিয়মিত আর্থ-সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসেবে সেনাবাহিনীর খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা জোনের দায়িত্বপূর্ণ এলাকার দুস্থ ও অসহায় ৯২ পরিবারের মাঝে বিভিন্ন মানবিক সহায়তা দেওয়া হয়েছে।
বুধবার (২১ আগস্ট) সকালে মাটিরাঙ্গা জোনে এই সহায়তা দেওয়া হয়।
প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান। এছাড়া ইসলামপুর এলাকায় একটি যাত্রীছাউনির উদ্বোধন করেন তিনি।
এদিকে মাটিরাঙ্গার বাইল্যাছড়িতে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। সাড়ে সাতশ পাহাড়ি ও বাঙালি এই চিকিৎসাসেবা নিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৪
এডি/এএটি
বাংলাদেশ সময়: ৩:০৮ পিএম, আগস্ট ২১, ২০২৪ / এএটি