ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলা: জাতিসংঘ, স্টেট ডিপার্টমেন্ট সিপিজের উদ্বেগ ও নিন্দা

যুক্তরাষ্ট্র প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৪
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলা: জাতিসংঘ, স্টেট ডিপার্টমেন্ট সিপিজের উদ্বেগ ও নিন্দা

বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, নিউজ ২৪, ডেইলি সান, অনলাইন নিউজ পোর্টাল বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকম, টি-স্পোর্টস টিভি ও ক্যাপিটল এফএম রেডিও অফিসসহ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের সাতটি প্রতিষ্ঠানে একযোগে সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র, জাতিসংঘ, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট সিপিজে। তারা এই হামলার নিন্দা জানানোর পাশাপাশি অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের অনুরোধ জানিয়েছে।

এদিকে সাংবাদিকদের নিরাপত্তাহীনতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। ২০ আগস্ট অ্যান্টনি ব্লিঙ্কেনের পক্ষে স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এটা আমরা স্বীকার করছি যে, বাংলাদেশের সাংবাদিকরা রিপোর্ট করার ক্ষেত্রে তথা পেশাগত দায়িত্ব পালনে অস্বাভাবিক রকমের প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন। আমরা তাদের নিরাপত্তা ও রিপোর্টিংয়ের স্বাধীনতায় এ রকম অন্তরায়ের জন্য আমাদের উদ্বেগ পুনর্ব্যক্ত করছি। চরম অস্থিরতা ও দাঙ্গা-হাঙ্গামার মধ্যেও সাংবাদিকরা সঠিক সংবাদ জনসাধারণকে জানানোর জন্য যে ত্যাগ স্বীকার করছেন তাও অকপটে স্মরণ করছি। তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। জাতিসংঘের দৈনন্দিন প্রেস ব্রিফিংকালে এই হামলা প্রসঙ্গে মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, বিশ্বের যে কোনো স্থানের বিশেষ করে যেসব দেশে সরকার পরিবর্তনের প্রক্রিয়া রয়েছে, সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনভাবে কাজের পরিবেশ সুরক্ষার ব্যাপারটি খুবই গুরুত্বপূর্ণ এবং সাংবাদিকদের অবাধে কাজ করতে/দায়িত্ব পালনের ব্যাপারটিও খুবই জরুরি। তাই সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতায় লিপ্তদের অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে। এ ছাড়া সারা বিশ্বের কর্মজীবী সাংবাদিকদের অধিকার ও মর্যাদা নিয়ে কর্মরত নিউইয়র্কভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)-এর এশিয়া প্রোগ্রাম কো-অর্ডিনেটর বেহ লিহ ঈ ২০ আগস্ট বলেছেন, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ঢাকা অফিসে ন্যক্কারজনক হামলাসহ বাংলাদেশে সাংবাদিকদের ওপর যে কোনো ধরনের হামলার নিন্দা জানাচ্ছি। সাংবাদিকদের নিরাপত্তা ইস্যুটিকে প্রাধান্য দিয়ে কর্তৃপক্ষ অবশ্যই দুর্বৃত্তদের বিচারে সোপর্দ করবেন। রাজনৈতিকভাবে তারা যে মতাদর্শেরই হোক না কেন পেশাগত কারণে কোনো সাংবাদিক অথবা পত্রিকা অফিস আক্রান্ত অথবা হামলার শিকার হওয়া উচিত নয়।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।