ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতাসহ গ্রেপ্তার ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৫
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতাসহ গ্রেপ্তার ২

ঢাকা: নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মশিউর রহমান (৩৩) ও ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. আল্লামা ইকবালকে (৩৫) গ্রেপ্তার করেছে ডিএমপির নিউমার্কেট থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিউমার্কেট থানা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে ইস্টার্ন প্লাস শপিং মলের পেছনে পল্টন থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে আল্লামা ইকবালকে গ্রেপ্তার করা হয়। বুধবার আল্পনা প্লাজা মার্কেটের সামনে অভিযান চালিয়ে মশিউর রহমানকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মশিউর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় শাহবাগ থানায় মামলার এজাহারনামীয় আসামি। তার বিরুদ্ধে নিউমার্কেট ও চকবাজার থানায় গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তার আল্লামা ইকবাল গত জুলাই-আগস্টে নিউমার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় গত ২৫ নভেম্বর দায়ের হওয়া একটি মামলার সন্দিগ্ধ আসামি।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৫
এজেডএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।