ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বন্যাদুর্গতদের পাশে দাঁড়াচ্ছেন ফরিদপুরের বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৪
বন্যাদুর্গতদের পাশে দাঁড়াচ্ছেন ফরিদপুরের বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা

ফরিদপুর: বন্যাদুর্গত এলাকায় মানুষের সাহায্যের জন্য পাশে দাঁড়াচ্ছেন ফরিদপুরের বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। এরই অংশ হিসেবে সমাজের সর্বস্তরের জনগণের সহায়তা কামনা করেছেন তারা।

 

শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে বন্যাদুর্গত এলাকায় সাহায্যের জন্য ত্রাণসামগ্রী হিসেবে আর্থিক সাহায্য, শুকনো খাবার, মুড়ি, চিড়া, ওষুধপত্র, স্যালাইন,  ফিটকারিসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করেন।

এ সময় শিক্ষার্থীরা জানান, বন্যাদুর্গত এলাকায় ফেনী এবং কুমিল্লায় তাদের এসব সংগৃহীত ত্রাণসামগ্রী বন্যাদুর্গত মানুষের মধ্যে পৌঁছে দেওয়া হবে। ফরিদপুরের প্রায় ১০ থেকে ১২টি স্পটে এ সমস্ত ত্রাণসামগ্রী সংগ্রহ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ