ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দীঘিনালায় বন্যার পানিতে ডুবে কিশোরীর মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৪
দীঘিনালায় বন্যার পানিতে ডুবে কিশোরীর মৃত্যু 

খাগড়াছড়ি: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বন্যার পানিতে ডুবে রুষা চাকমা (১১) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।  

শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার মেরুং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জয়ন্ত কারবারি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

শনিবার (২৪ আগস্ট) দুপুরে মৃত রুষা চাকমার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। রুষা চাকমা ওই এলাকার পল্টু চাকমার মেয়ে। সে চঙ্গাছড়ি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

মেরুং ইউনিয়নের ৮ নং ওয়ার্ড মেম্বার শান্তি প্রিয় চাকমা বাংলানিউজকে জানান, শুক্রবার বিকেলে বাড়ির পাশে বন্যার পানিতে তলিয়ে যায় রুষা চাকমা। এলাকার লোকজন পানিতে খোঁজাখুঁজি করে সন্ধ্যার দিকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৪
এডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।