ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

নাজিরপুরে ২ ক্লিনিকের লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৪
নাজিরপুরে ২ ক্লিনিকের লাখ টাকা জরিমানা

পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরে দুই ক্লিনিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

শনিবার (২৪ আগস্ট) নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরূপ রতন সিংহের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মশিউর রহমান।

দণ্ডিত ক্লিনিক দুটি হলো- উপজেলা সদরের নাজিরপুর সার্জিক্যাল ক্লিনিক ও চৌঠাইমহল বাসস্ট্যান্ড সংলগ্ন নাজিরপুর মেডিকেয়ার সার্জিক্যাল ক্লিনিক।  

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও অরূপ রতন সিংহ বলেন,  ওই দুই ক্লিনিকে কর্তব্যরত চিকিৎসক থাকার কথা থাকলেও তা পাওয়া যায়নি। এছাড়া বিভিন্ন অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, ওই সব ক্লিনিকে ক্লিনিক স্থাপনের সব নিয়ম-নীতি পালন করা হচ্ছে না। নেই প্রয়োজনের তুলনায় সেবিকা (নার্স) ও দায়িত্বরত চিকিৎসক। এমনকি চিকিৎসকের কোনো হাজিরাও নেই।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।