ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

৬ বছর পর নেত্রকোনা-ময়নসিংহ রুটে বিআরটিসির দ্বিতল বাস চালু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৪
৬ বছর পর নেত্রকোনা-ময়নসিংহ রুটে বিআরটিসির দ্বিতল বাস চালু

নেত্রকোনা: অবশেষে ছয় বছর পর নেত্রকোনা-ময়মনসিংহ সড়কে পুনরায় চালু হয়েছে নেত্রকোনাবাসীর বহু আকাঙ্ক্ষিত বিআরটিসির দ্বিতল বাস সার্ভিস।

রোববার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯টায় নেত্রকোনা বিএডিসির সামনে থেকে এ বাস চলাচল শুরু হয়েছে।

 

জানা গেছে, নেত্রকোনা-ময়মনসিংহ রুটে চলাচল করতে মাত্র ৬০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। এছাড়া শিক্ষার্থীরা কার্ড দেখিয়ে যেতে পারবেন ৩০ টাকায়।

২০১৮ সালে এই অঞ্চলের মানুষের সুবিধার্থে ছয়টি বাস নেত্রকোনা-ময়মনসিংহ সড়কে চালানোর জন্য বরাদ্দ দেওয়া হয়। তৎকালীন স্থানীয় এমপি এটিকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনও করেন। কিন্তু পরদিন থেকেই আবার বন্ধ করে দিয়েছে নেত্রকোনা-ময়মনসিংহ বাস মালিক সমিতির সিন্ডিকেট চক্র। পরে এ নিয়ে সাধারণ নাগরিকদের ব্যানারে আন্দোলন হলেও আর চালু হয়নি বাসগুলো।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার আসায় সাধারণ নাগরিকরা আবারও মানববন্ধন করে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন। সবশেষ দীর্ঘ ছয় বছর পর সাধারণ মানুষের কাঙ্ক্ষিত সেবার লক্ষ্যে এই বাস সার্ভিস চালু হয়েছে।

বাস কাউন্টার শাওন আহমেদ জানান, প্রতি আধ ঘণ্টা পরপর বাসগুলো সারাদিন চলবে। ময়মনসিংহ থেকে তিনটি আসবে এখান থেকে তিনটি যাবে।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।