ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সচিবালয়ের দেয়াল টপকে বের হচ্ছেন অবরুদ্ধরা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৪
সচিবালয়ের দেয়াল টপকে বের হচ্ছেন অবরুদ্ধরা

ঢাকা: আনসার বাহিনীর সদস্যদের আন্দোলনের মুখে সচিবালয়ের সব গেট বন্ধ করে রাখা হয়েছে। সারাদিন ব্যাপী এ আন্দোলন চলার পর এ প্রতিবেদন লেখা অবধি (সন্ধ্যা ৭টা) অবরুদ্ধ রয়েছেন হাজার কর্মকর্তা-কর্মচারী।

ফলে সচিবালয়ের পেছনের ওয়াচ টাওয়ার দিয়ে উঁচু প্রাচীর টপকে বাইরে বের হচ্ছেন এপিবিএনের সদস্যরা।  

রোববার (২৫ আগস্ট) সন্ধ্যায় সচিবালয়ের ক্লিনিক ভবন পাশে গণমাধ্যম কেন্দ্রের সামনের ওয়াচ টাওয়ার বেয়ে সীমানা প্রাচীর টপকে বের হতে দেখা গেছে।

সরেজমিন দেখা গেছে, সচিবালয়ের সব গেট বন্ধ রয়েছে। বাইরে বিক্ষোভ করছেন আনসারের সদস্যরা। এতে  নারী কর্মকর্তা-কর্মচারীরা বেশি বিপাকে পড়েছেন। তারা বলছেন- বাসায় গিয়ে রান্না করা প্রয়োজন। ছোট বাচ্চারা রয়েছে। আমাদের কোনো নিরাপত্তা নেই। আমাদের উদ্ধার করুন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক এপিবিএন সদস্য বলেন, সকাল থেকেই ডিউটি করছি। সারাদিন খাবার খাইনি। খাবার আসতেও পারেনি। এখন বাধ্য হয়েই দেওয়াল টপকে বের হব।  

রেজওয়ান নামের আরেক কর্মচারী বলেন, কখন বের হতে পারব জানি না। এ এক অনিশ্চিত বিষয়। আমরা সকাল থেকেই বন্দি। ভেতরে পর্যাপ্ত খাবার নেই। বাধ্য হয়েই দেওয়াল টপকে বের হব।

আনসারদের দাবি, তারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার। তাদের আশ্বাস দেওয়ার পরও চাকরি জাতীয়করণ করা হয়নি। দাবি না আদায় হওয়া পর্যন্ত 
সচিবালয় থেকে কাউকে বের হতে দেবেন না এবং কাউকে প্রবেশ করতে দেবেন না বলেও ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী আনসাররা।

সচিবালয়ের সবগ গেট বন্ধ থাকায় বিপাকে পড়েছেন অনেকেই। কর্মকর্তা-কর্মচারীসহ অনেক দর্শনার্থীকে বের হতে না পেরে সচিবালয়ের ভেতরের গেটগুলোর সামনে অবস্থান করতে দেখা গেছে। পরে বিকাল ৫ টা ১০ মিনিটে সচিবালয়ের ৫ নং গেট, প্রেসক্লাবের সামনের গেট দিয়ে ধীরে ধীরে কর্মকর্তা-কর্মচারীদের বের হতে দেখা গেছে।  

সচিবালয়ের এক নারী কর্মকর্তা জানান, বাসায় ছোট বাচ্চা আছে। আমাদের এভাবে অবরুদ্ধ করে রেখে তাদের কী লাভ ৷ আমাদের জীবনের নিরাপত্তা নেই?

এদিকে রোববার চাকরি জাতীয়করণের দাবিতে সকাল থেকে সচিবালয়ের সামনে বিক্ষোভ করছিলেন আনসরা সদস্যরা। এক পর্যায়ে দুপুরে ১টার দিকে সচিবালয়ে ঢুকে পড়েন বিক্ষোভকারী আনসারদের একাংশ। তারা ‌সচিবালয়ে তিন নম্বর গেট দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধা উপেক্ষা করে ঢুকে পড়েন।

অর্ধশতাধিক আনসার ঢুকে পড়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গেটি দ্রুত বন্ধ করে দেয়। আনসাররা ভেতরে ঢুকে চাকরি জাতীয়করণের দাবিতে স্লোগান দিতে থাকেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তারা বলছেন, হয় আমাদের চাকরি জাতীয়করণ করেন না হয় আমাদের মেরে ফেলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির দিনে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। সেদিনই বিলুপ্ত হয় মন্ত্রিসভা। পরদিন ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। এরপর গঠিত হয় অন্তর্বর্তী সরকার।

আওয়ামী লীগ সরকারের পতনের পর সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন খাতের বঞ্চিতরা সচিবালয়ের সামনে বিক্ষোভ করে আসছেন। এজন্য বিভিন্ন সময়ে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ থাকতে হয়েছে।

আরও পড়ুন>> ‘রেস্ট প্রথা’ বাতিলেও মানছেন না আনসাররা, সচিবালয় অবরুদ্ধ

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৪
জিসিজি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।