ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা দিল সিসিইসিসি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৮ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৪
বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা দিল সিসিইসিসি

ঢাকা: বাংলাদেশে বন্যাকবলিত মানুষের জন্য ত্রাণসামগ্রী বিতরণ করেছে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশন (সিসিইসিসি)।  

রোববার (২৫ আগস্ট) ফেনী, নোয়াখালী ও কুমিল্লা জেলায় একটি ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করে সংস্থাটি।

 

সিসিইসিসি বন্যায় ক্ষতিগ্রস্ত ৬০০ পরিবারকে ত্রাণ বিতরণ করেছে। যার মধ্যে খাদ্য, পানীয় জল ও অন্যান্য মৌলিক প্রয়োজনীয় সামগ্রী অন্তর্ভুক্ত রয়েছে।

সিসিইসিসির প্রতিনিধি কে চাংলিয়াং বলেছেন, সিসিইসিসি বাংলাদেশের বাজারে একটি দীর্ঘ দিনের চীনা কোম্পানি হিসেবে সর্বদা স্থানীয় জনগণের  জীবিকার প্রতি গভীর মনোযোগ দিয়েছে ও সক্রিয়ভাবে তার সামাজিক দায়িত্ব পালন করছে। বর্তমান বন্যা দুর্যোগ মোকাবিলায়, সিসিইসিসি ‘প্রতিকূলতার মধ্যে সংহতি’ নীতি সমুন্নত রাখবে। এই সহায়তা চীন ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বের বন্ধনকে আরও মজবুত করবে।

বাংলাদেশ সময়: ২২৩৮ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৪
টিআর/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।