নেত্রকোনা: ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ ও বিভিন্ন মিডিয়া হাউজে হামলা, ভাঙচুরের প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।
সোমবার (২৬ আগস্ট) দুপুরে জেলা প্রেসক্লাব ও কর্মরত সাংবাদিক সমাজের ব্যানারে এ প্রতিবাদ সমাবেশ পালিত হয়েছে।
এর আগে গত ২০ আগস্ট মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
ঘণ্টাব্যাপী চলা প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন- প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সদস্য সচিব মাহাবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, সমকাল পত্রিকার সাংবাদিক খলিলুর রহমান ইকবাল, কালের কণ্ঠ পত্রিকার সাংবাদিক মনিরুজ্জামান মহসিন, বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক আলপনা বেগম, প্রথম আলোর সাংবাদিক পল্লব চক্রবর্তী, যমুনা টিভির সাংবাদিক কামাল হোসেন, একুশে টিভির সাংবাদিক মনোরঞ্জন সরকার, মাই টিভির সাংবাদিক আনিসুর রহমান, মাছরাঙা টিভির সাংবাদিক মীর মনিরুজ্জামান, চ্যানেল টোয়েন্টিফোর সাংবাদিক হানিফ উল্লাহ আকাশ, নিউজ টুয়েন্টিফোর টেলিভিশন সাংবাদিক সোহান আহমেদ, বাংলানিউজের২৪ এর সাংবাদিক আব্দুর রহমানসহ অনেকেই।
এসময় বক্তারা অবিলম্বে ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে ন্যাক্কারজনক হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৪
এসএম