দিনাজপুর: ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্স ও বিভিন্ন গণমাধ্যমে হামলার প্রতিবাদ এবং এঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে দিনাজপুরে প্রতিবাদ সমাবেশ করেছে সাংবাদিকরা।
মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে দিনাজপুর প্রেসক্লাবের সমনের সড়কে ঘণ্টাব্যাপী সমাবেশ পালিত হয়।
এসময় বক্তারা বলেন- গণমাধ্যম রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। সাংবাদিকরা নিরলসভাবে কাজ করে দেশের সার্বিক পরিস্থিতি দেশবাসীর কাছে তুলে ধরে। পেশাগত দায়িত্ব পালনে অনেক বাধাবিপত্তি পেয়ে থাকেন। তবুও দেশের কল্যাণে তাদের লিখনির মাধ্যমে সত্যিটা তুলে ধরেন। সম্প্রতি দেশের বিভিন্ন গণমাধ্যম ও কর্মীদের ওপর হামলা হচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সুফল একদল কুচক্রী মহল নষ্ট করতে চায়। ছাত্রদের নাম ভাঙিয়ে তারা চাঁদাবাজি, গণমাধ্যমসহ বিভিন্ন স্থাপনায় হামলা চালাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।
বক্তারা আরও বলেন, সাংবাদিক হত্যার বিচার ঠিকভাবে হয় না। ডিজিটাল নিরাপত্তা আইন বা সাইবার অপরাধের মতো কালো আইন স্বাধীন গণমাধ্যমের অন্তরায়। খুব শীঘ্রই এসব আইন বাতিল করা উচিত।
মানববন্ধনে দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, বাংলাদেশের কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য মোশাররফ হোসে নান্নু, বাংলাদেশ প্রতিদিনের দিনাজপুর প্রতিনিধি রিয়াজুল ইসলাম, নিউজ টোয়েন্টিফোরের প্রতিনিধি ফখরুল হাসান পলাশ, কালের কণ্ঠের প্রতিনিধি এমদাদুল হক মিলনসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৪
এসএম