ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চুরির অপবাদে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৪
চুরির অপবাদে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া: মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় মো. হেবজু মিয়া (৬০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগে উঠেছে তার প্রতিবেশীদের বিরুদ্ধে।  

মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে উপজেলার ধরখার ইউনিয়নের ভাটামাথা গ্রামে এ ঘটনা ঘটে।

জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করেছে পুলিশ।  

স্থানীয়দের বরাত দিয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহেল জানান, প্রতিবেশী শাহ আলম মিয়ার বাড়ি থেকে একটি মোবাইল ফোন চুরি হয়। ফোনটি চুরির অভিযোগ ওঠে হেবজু মিয়ার বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিয়ে প্রতিবেশী রোমান মিয়ার বাড়িতে উভয়পক্ষের মধ্যে ঝগড়া লেগে যায়। একপর্যায়ে শাহ আলম ও তার স্ত্রী রেখা বেগম ঘরের ভাঙা চৌকাঠ দিয়ে হেবজু মিয়াকে মারধর করলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় তাকে তন্তরবাজার মাতৃসদন হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।