খুলনা: নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখার দুই বছর মেয়াদি ২০২৪-২৫ সালের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও মহাসচিব এস এম আজাদ হোসেন এ কমিটির অনুমোদন দেন।
আগামী দুই বছরের জন্য শেখ মো. নাসির উদ্দিনকে সভাপতি ও মাহবুবুর রহমান মুন্নাকে সাধারণ সম্পাদক করে ৪ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ও ৮২ সদস্যের কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি শেখ মনির আহমেদ মুন্না, মো. রুহুল আমীন তালুকদার সোহাগ, মো. ইলিয়াস হোসেন লাবু, সহ-সাধারণ সম্পাদক শেখ মেরাজ হোসেন, মো. রকিবউদ্দিন ফারাজী, মো. আবু মুছা, অর্থ সম্পাদক আফজাল দেওয়ান, সাংগঠনিক সম্পাদক মো. শামীম হোসেন, দুর্ঘটনা অনুসন্ধানবিষয়ক সম্পাদক মো. মনিরুল ইসলাম সাগর, দপ্তর সম্পাদক তানিয়া সুলতানা, প্রচার সম্পাদক মোহাম্মদ মিলন, প্রকাশনা সম্পাদক তানজীম আহমেদ, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. মাসুম বিল্লাহ, সাংস্কৃতিক সম্পাদক মো. মোস্তফা কামাল, সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক মঞ্জুরুল ইসলাম, মহিলা সম্পাদক সাদিয়া ইয়াসমিন, যুববিষয়ক সম্পাদক মো. শহিদুল ইসলাম।
এছাড়া কার্যনির্বাহী সদস্যরা হলেন, সহকারী অধ্যাপক এমএ মান্নান বাবলু, ড. এন জাহান নীল, মাহমুদ হাসান সোহেল, আব্দুল্লাহ আল মামুন জেমী, মো. সিরাজুল ইসলাম নয়ন, আল-আমিন মো. আব্দুল্লাহ চৌধুরী, খোকন সিকদার, আবিদ আহসান শান্ত, উম্মে রেদা মোসাম্মাৎ সায়েদা, মো. শাহ নেওয়াজ, জিয়াউল হক মিলন, এম মোস্তফা কামাল, সাদ্দাম হোসেন, মো আইয়ুব আলী, কাজী খলীলুর রহমান, মো. ফারুক হোসেন সরদার, মো. এম এ সাদী, মো. তরিকুল ইসলাম, সুমাইয়া আক্তার সিনথি, কাজী রাসেল, মো. হেলাল হোসেন।
বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৪
এমআরএম/এএটি
বাংলাদেশ সময়: ৩:০৬ পিএম, আগস্ট ২৮, ২০২৪ / এএটি