ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ড. ইউনূসকে অভিনন্দন জানালেন আমিরাতের প্রেসিডেন্ট

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৯ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৪
ড. ইউনূসকে অভিনন্দন জানালেন আমিরাতের প্রেসিডেন্ট

ঢাকা:  অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ায় নোবেলবিজয়ী  অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান।

বুধবার (২৮ আগস্ট) খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শেখ মোহাম্মদ আশা প্রকাশ করেছেন, ড. ইউনূসের নেতৃত্ব তার দেশ ও জনগণের জীবনে সমৃদ্ধি বয়ে আনবে।  

উভয় দেশের স্বার্থকে এগিয়ে নিতে এবং জনগণের উন্নয়ন ও সমৃদ্ধির আকাঙ্ক্ষা পূরণের জন্য আগামী দিনগুলোতে একে অপরকে সহযোগিতা করার আগ্রহের কথাও জানিয়েছেন আমিরাতি প্রেসিডেন্ট।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতিকে তার সদয় অনুভূতির জন্য ধন্যবাদ জানান। তিনি সংযুক্ত আরব আমিরাতের জন্য অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। এছাড়া পারস্পরিক সুবিধার্থে দুই দেশের মধ্যে দৃঢ় ও স্থায়ী সম্পর্ক গড়ে তুলতে সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ২৩৫৬ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৪
টি আর/এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।