ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট দিয়ে ১৮ হাজার কিউসেক পানি ছাড়া হচ্ছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৪
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট দিয়ে ১৮ হাজার কিউসেক পানি ছাড়া হচ্ছে

রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট এক ফুট করে খুলে দিয়ে সেকেন্ডে ১৮ হাজার কিউসেক পানি ছাড়া হচ্ছে।  

বৃহস্পতিবার (২৯আগস্ট) দুপুরে এমন তথ্য জানান কর্ণফুলী পানি কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের।

তিনি বলেন, বাঁধ দিয়ে পানি ছাড়া এখনও অব্যাহত রাখা হয়েছে। যেহেতু হ্রদে এখন পর্যন্ত যথেষ্ট পানি আছে এবং নিম্ন এলাকাগুলো এখনো নিমজ্জিত রয়েছে। তবে পানি ছাড়লেও ভাটি অঞ্চলের কোনো ক্ষতি হবে না। প্রতি বছরের মতো এইবারও ছাড়া হচ্ছে বলে জানান তিনি।  

হ্রদে বর্তমানে ১০৮ ফুট মিনস সী লেভেল পানি রয়েছে। পানি থাকায় বর্তমানে কর্ণফুলী বিদ্যুৎ কেন্দ্র থেকে দৈনিক ৫টি ইউনিটে সর্বোচ্চ ২১৯ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে বলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে জানানো হয়।

গত ২৪ আগস্ট বিকেল ৩টায় কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্র একটি জরুরি নোটিশের মাধ্যমে পানি ছাড়ার বিষয়টি নিশ্চিত করে। ওইদিন রাত ১০টায় পানি ছাড়ার কথা থাকলেও পরে পরিবর্তন করে ২৫ আগস্ট সকাল ৮টা ১০মিনিট থেকে পানি ছাড়া শুরু হয়। এজন্য ভাটি অঞ্চলকে আগে জরুরি সতর্কবার্তা দেওয়া হয়েছিল।

এদিকে হ্রদের পানি বাড়ায় জেলার লংগদু উপজেলার নিম্ন এলাকার পাঁচ শতাধিক মানুষ এখনো পানিবন্দি রয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।