ঢাকা: অন্তর্বর্তী কালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের ত্রান তহবিলে ৬ কোটি টাকার বেশি অনুদানের টাকা জমা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) সচিবালয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম সাংবাদিকদের এ কথা জানান।
প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তিনি এ অনুদানের টাকা গ্রহণ করেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম বলেন, যারা প্রধান উপদেষ্টার হাতে অনুদানের টাকা বা চেক সরাসরি জমা দিতে চান, প্রধান উপদেষ্টার ব্যস্ততার কারণে, উনি (প্রধান উপদেষ্টা) ত্রাণ মন্ত্রণালয়কে তার পক্ষ থেকে এই অনুদানের টাকা গ্রহণ করতে বলেছেন।
তিনি আরও বলেন, সেই প্রেক্ষিতে যারা প্রধান উপদেষ্টার ত্রান তহবিলে হবিলে অনুদান দিতে আগ্রহী, তাদের কাছ থেকে গতকাল তিন কোটি ৯৫ লক্ষ ৮৪ হাজার টাকা গ্রহণ করেছি। আজ এক কোটি ৮৭ লক্ষ ৮২ হাজার টাকা গ্রহণ করেছি। এখন উর্মি গ্রুপ আমাদেরকে আরো ২৮ লক্ষ ৪১ হাজার ৮২৭ টাকার চেক জমা দিয়েছেন। সব মিলে প্রায় ছয় কোটি টাকা বেশি অনুদানের চেক গ্রহণ করেছি। আমাদের এ কার্যক্রম চলমান রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা,আগস্ট ২৯, ২০২৪
আরকেআর/এমএম