বগুড়া: ফেলে যাওয়া জুতার সূত্র ধরে বগুড়া সদর থানা পুলিশ আন্তঃজেলা ডাকাতদলের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে। সেইসঙ্গে লুট করা মালামালও উদ্ধার করা হয়েছে।
রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, শনিবার বিকেল থেকে জেলার বিভিন্ন স্থানে অভিযান শুরু করা হয়। রোববার ভোর ৫টা পর্যন্ত গ্রেপ্তার করা হয় সাতজনকে।
গ্রেপ্তাররা হলেন—জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আবদুল্লাপুর মৃধাপাড়ার সুলতান (৪৫), কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ডাংহাট গ্রামের মমিনুর রহমান (৩৪), বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেবচন্ডি গ্রামের মুকুল ইসলাম ওরফো পটল (৪১), আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রামের রাকিব শেখ (২০) ও শাকিল শেখ (২৩), কাহালু উপজেলার আড়োলা গ্রামের আল-আমিন (১৯), সোনাতলা উপজেলার শিহিপুর বটতলা লাদেন (২২)।
গ্রেপ্তারদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ১টি বোল্ট বাটার, ১টি এসএস পাইপ, ১টি লোহার তৈরি শাবল, ১টি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে।
এ ছাড়াও লুট হওয়া মালামালের মধ্যে ৪ আনা ওজনের স্বর্ণের ১টি কানের দুল, ৬ আনা ওজনের স্বর্ণের ১টি চেইন, ৪ আনা ওজনের স্বর্ণের ১টি কানের দুল, ৮ আনা ওজনের স্বর্ণের ১টি চেইন, ৬ আনা ওজনের স্বর্ণের ১টি ব্রেসলেট, দেড় আনা ওজনের স্বর্ণের ২টি আংটি, নগদ সাড়ে তিন হাজার টাকা জব্দ করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান, গত ২৮ জানুয়ারি রাতে বগুড়া সদরের এরুলিয়া বিমানবন্দর মোড়ে কামাল হোসেনের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। বাড়ির লোকজনকে বেঁধে রেখে ডাকাতদল উদ্ধার হওয়া মালামালগুলো ও নগদ ৫০ হাজার টাকা লুট করে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় ডাকাতদল এক জোড়া জুতা (কেডস) ও কাপড়ের ব্যাগ ফেলে রেখে যায়। পরে সদর থানায় ভুক্তভোগী কামাল হোসেন অভিযোগ দায়ের করেন।
তিনি আরও জানান, ফেলে যাওয়া জুতা ও কাপড়ের ব্যাগের সূত্র ধরে ঘটনার পর থেকে সদর থানা পুলিশ ছায়া তদন্ত শুরু করে এবং ডাকাতদের শনাক্ত করতে একাধিক টিম জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত সাতজনকে গ্রেপ্তার ও মালামাল উদ্ধার করে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন জানান, গ্রেপ্তাররা বিভিন্ন জেলার বাসিন্দা হলেও প্রত্যেকে ৩-৪টি করে বিয়ে করেছেন। তারা ডাকাতির পর শ্বশুরবাড়িতে আত্মগোপন করেছিলেন। সেখান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। রোববার তাদের কামাল হোসেনের দায়ের করা ডাকাতি মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২৫
এমজেএফ