ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বন্যার্তদের জন্য বসুন্ধরা ফুডের ১০ হাজার উপহার প্যাকেট সেনাবাহিনীর কাছে হস্তান্তর 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৪
বন্যার্তদের জন্য বসুন্ধরা ফুডের ১০ হাজার উপহার প্যাকেট সেনাবাহিনীর কাছে হস্তান্তর 

ঢাকা: দুর্গম এবং প্রত্যন্ত অঞ্চলে সুষ্ঠুভাবে ত্রাণ সরবরাহের লক্ষ্যে ঢাকা সেনানিবাসে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ ব্যবস্থাপনা কেন্দ্রে বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজের পক্ষ থেকে ১০ হাজার উপহার প্যাকেট পৌঁছে দেওয়া হয়েছে।  

বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উপহারের প্রতি প্যাকেটে রয়েছে চাল, ডাল, তেল, লবণ, আলু, পেঁয়াজ, মরিচ, গুঁড়া মশলা, হলুদ গুঁড়া, খাবার পানি, দিয়াশলাই, ওর স্যালাইন এবং প্রয়োজনীয় ওষুধ।

 

বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে এসব ত্রাণসামগ্রী বন্যা দুর্গত কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট (মৌলভীবাজার) এলাকায় সরবরাহ করা হবে।  

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৪
নিউজ ডেস্ক
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।