ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বন্যার্তদের পাশে বসুন্ধরা গ্রুপ: কর্মীদের একদিনের বেতন প্রদান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৪
বন্যার্তদের পাশে বসুন্ধরা গ্রুপ: কর্মীদের একদিনের বেতন প্রদান

ঢাকা: দেশের বিভিন্ন জেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এই সংকটময় সময়ে বসুন্ধরা গ্রুপ (সেক্টর-সি) বরাবরের মত এবারও বন্যার্তদের ত্রাণ ও সহায়তা প্রদানকারী বিভিন্ন স্বেচ্ছাসেবক সংস্থার সাথে যুক্ত হয়ে একসাথে কাজ করছে।

 

পাশাপাশি বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করে প্রতিষ্ঠানটি। এই মহৎ উদ্যোগ সম্পূর্ণভাবে কোম্পানির নিয়মিত CSR কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত, যা সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাগুলোর সহায়তার জন্য নেওয়া হয়েছে।

বসুন্ধরা গ্রুপের কর্মচারীরা তাদের দায়িত্ববোধ থেকে এই উদ্যোগ গ্রহণ করেছে, যা কোম্পানির মানবিকতার পরিচয় বহন করে। সংগৃহীত অর্থ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্য, বিশুদ্ধ পানি, ও প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণসহ বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে ব্যবহার করা হবে।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৪
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।